ইংরেজি

ভাষা আল্লাহর দান, আল্লাহ তায়ালার সেরা নেয়ামত। ইসলাম সব ভাষাকে সম্মান করতে শেখায়। কারণ, সব ভাষাই আল্লাহর দান ও তাঁর কুদরতের নিদর্শন। কোরআনুল কারীমে আল্লাহ তায়ালা বলেন, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে। (সুরা: রুম-২২ ও ২১)।

 ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। আমরা চাইলেই বিশ্বের দুই শতাধিক রাষ্ট্রের শত সহস্র ভাষা শিখতে পারবো না। কিন্তু, যদি ইংরেজি জানা থাকে তাহলে সব দেশের জনগোষ্ঠীর সাথে সহজে যোগাযোগ ও ভাব বিনিময় করতে পারব। ইংরেজির মাধ্যমে আমরা আন্তর্জাতিক অঙ্গনের সকল কাজকর্মসহ কুরআন, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ইত্যাদি সকল বিষয় গভীরভাবে জানতে পারি। এ ভাষাটি আয়ত্ত করা বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশের ছাত্র-ছাত্রীর জন্য কঠিন। এ ভাষার ভীতি দূরীকরণসহ ভাষাটিকে সহজবোধ্য করার জন্য আমরা অত্যাধুনিক কতিপয় প্রোগ্রাম চালু করেছি। এ প্রোগ্রামগুলো বিভিন্ন লেভেলভিত্তিক ভাগ করা হয়েছে।  সার্বিকভাবে জানার জন্য আমরা ইংরেজিকে ৭টি ভাগে ভাগ করেছি, যার মধ্যে রয়েছে ইংরেজির ভাষার ইতিহাস, ইংরেজির ব্যবহার, ইংরেজির আনন্দ, ইংরেজির সৌন্দর্য, ইংরেজির ভীতি, ইংরেজির টিচিং পদ্ধতি ও ইংরেজির উচ্চতর গবেষণা।    

ইংরেজি বিষয়ের উপর গৃহীত প্রোগ্রামসমূহের মাধ্যমে ইংরেজি বিষয়ের ভীতি দূর হবে এবং ভাষাটি শিক্ষার্থীর কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা রাখি।