ইঞ্জিনিয়ারিং(প্রকৌশল) হল প্রাকৃতিক বিজ্ঞান, গণিত, এবং প্রযুক্তির মধ্যে সমস্যা সমাধানের জন্য দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করতে এবং সিস্টেমের উন্নতির জন্য প্রকৌশল নকশা প্রক্রিয়া ব্যবহার করার অনুশীলন। প্রকৌশল জ্ঞান ও প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। যেমন বড় বড় সেতু ও স্থাপনা, গাড়ি, বিমান, কম্পিউটার ও সফটওয়্যার সহ প্রতিটি আধুনিক স্থাপনার অবদান প্রকৌশলের।
আল্লাহ তা’আলা বলেছেন, ‘আকাশের শূন্যগর্ভে নিয়ন্ত্রণাধীন পাখিদের দিকে তারা কি লক্ষ করে না? আল্লাহই ওদের স্থির রাখেন। অবশ্যই এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য রয়েছে শিক্ষা।’ (সুরা নাহল: ৭৯)
এ আয়াতে পাখির দেহে এবং বায়ুস্রোতে আল্লাহ তাআলার সেট করে দেওয়া ফাংশনের দিকে ইঙ্গিত করা হয়েছে, যার মাধ্যমে পাখিরা উড়তে পারে। পাখির আকাশে ওড়া এবং শূন্যে ভেসে বেড়ানোর জন্য দুটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এক. হালকা ওজনের হওয়া এবং দুই. অতিমাত্রায় শক্তি ও বলপ্রয়োগ করা। এ ছাড়া দুটি ডানাও থাকা চাই, যা পাখিকে সহজভাবে আকাশে উড়তে এবং শূন্যে ভেসে বেড়াতে সহায়তা করে। হালকা ওজন পাখির ওড়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি পাখিদের দেহাবয়বে বিভিন্নভাবে বিদ্যমান।
বিজ্ঞান বলে, পাখির ডানাই উড়োজাহাজ তৈরির রোল মডেল।