গণিত

আধুনিক সময় ও সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তির মুল ভিত্তি হল গণিত। গণিত হল জ্ঞানের একটি ক্ষেত্র যাতে সংখ্যা, সূত্র এবং সম্পর্কিত কাঠামো, আকার এবং সেগুলির মধ্যে থাকা স্থানগুলি এবং পরিমাণ এবং তাদের পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত থাকে। এই বিষয়গুলি যথাক্রমে সংখ্যা তত্ত্বের প্রধান উপশাখা, বীজগণিত, জ্যামিতি, এবং বিশ্লেষণ।

পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহ হিসাব ও পরিমিতিবোধের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং নিজেকে ‘হিসাব গ্রহণকারী’আখ্যা দিয়ে মানুষকে গণিতের প্রতি উদ্বুদ্ধ করেছেন।

পবিত্র কোরআনে আল্লাহ তা’আলা বলেছেন, ‘আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে।’ (সুরা : কামার-৪৯)।

আমরা চর্চা ও গবেষণা করেছি সবার  ভীতির কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয় গণিতের উপর। গণিত না জানলে পৃথিবী সেকেন্ডে অচল হয়ে যাবে। কোথায় নেই গণিত। হাত ও দেয়াল ঘড়ি, মোবাইল, রান্নাঘর, হাট-বাজার, অফিস-আদালত, যানবাহন, বিমান, কম্পিউটার, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসা বিজ্ঞানসহ পৃথিবীর সকল জায়গায় গণিত ব্যবহার হয়। গণিতকে বিজ্ঞানের মাতা, রাণী বলা হয়। বিষয়টি এত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টির উপর প্রায় অধিকাংশ শিক্ষার্থীর ভয়-ভীতি অনেক বেশি। গণিতের ভীতি দূর করার জন্য আমরা গণিতের উপর কতিপয় প্রোগ্রাম হাতে নিয়েছি। এ প্রোগ্রামগুলো বিভিন্ন লেভেলভিত্তিক ভাগ করা হয়েছে। সার্বিকভাবে জানার জন্য আমরা গণিতকে ৭টি ভাগে ভাগ করেছি, যার মধ্যে রয়েছে গণিতের ইতিহাস, গণিতের ব্যবহার, গণিতের আনন্দ, গণিতের সৌন্দর্য, গণিত ভীতি, গণিতের টিচিং পদ্ধতি ও গণিতর উচ্চতর গবেষণা।

গণিত বিষয়ের উপর গৃহীত প্রোগ্রামসমূহের মাধ্যমে গণিতের ভীতি দূর হবে এবং বিষয়টি শিক্ষার্থী ও গবেষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা রাখি।